লক্ষ্য ও উদ্দেশ্যঃ

v নিরলস জ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা ।

v নারীদের সুশিক্ষিত ও আত্মনির্ভরশীল করে তোলা।

v শিক্ষার আলো প্রতিটি ঘরে পৌছে দেওয়া।

v ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মেয়েদের আগ্রহী করে তোলা।

v শিক্ষার্থীদের চিন্তায়, চেতনায় এবং কর্মে সৃজনশীলতা, জনকল্যাণ ও মানব সেবাবোধ জাগ্রত করে তোলা ।

v প্রত্যেক শিক্ষার্থীকে পরবর্তী উচ্চ শিক্ষার স্তরের জন্য সত্যিকারভাবে উপযুক্ত করে গড়ে তোলা । এসব লক্ষ্য ও উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানটিকে দেশ ও সমাজের কাছে একটি অনুকরণীয় মডেল হিসাবে উপস্থাপন করা ।