স্কুলের ইতিহাস-
দেবীনগর বালিকা উচ্চ বিদ্যালয়টি চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন চাঁপাইনবাবগঞ্জ
সদর উপজেলার অন্তর্গত 08 নং দেবীনগর ইউনিয়নের 05 নং ওয়ার্ডের উজ্জল টোলা গ্রামের পূর্ব
প্রান্তে অবস্থিত। বিদ্যালয়টি 1994 সালে এক জানুয়ারী স্থাপিত হয়ে অদ্যবধি সুনামের সহিত
পাঠদান করে আসছে। অত্র ইউনিয়নের 05 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য জনাব মোঃ
আফজাল হোসেন সাহেবের সূদূর প্রসারী পরিকল্পনা, প্রতিষ্ঠাকালীন শিক্ষক-কর্মচারীদের ঐকান্তিক
প্রচেষ্টা ও অর্থনৈতিক সাপোর্ট এবং এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সহানুভুতিতে
অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করেন। আমি বিদ্যালয়টির উত্তোরত্তর উন্নতি ও সফলতা কামনা
করি।
সুযোগ-সুবিধা
Ø
যথা
সম্ভব ধর্মীয় অনুশাসন মেনে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া।
Ø
ন্যূনতম খরচে শিক্ষার যাবতীয় কাজ সম্পন্ন করা।
Ø
গরিব অথচ মেধাবী, এতিম/অনাথ, ভুমিহীন ও দুঃস্থ পরিবারের শিক্ষার্থীদের
নামমাত্র খরচে শিক্ষার ব্যবস্থা।
Ø
পাঠদানের বাইরে অতিরিক্ত সময়ে বিশেষ পাঠদানের ব্যবস্থা।
সফলতা
প্রতিষ্ঠানটিতে
শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে
এবং প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন দ্রুত বৃদ্ধি
পাচ্ছে। বিদ্যালয়টিতে স্যানিটেশন ব্যবস্থাপনা অত্যন্ত উন্নত। পাবলিক পরিক্ষায় প্রায়
প্রতিবার 100% পাস করে। বিদ্যালয়টির আসেপাশের পরিবেশ শিক্ষার অনূকুল এবং শিক্ষকবৃন্দ
এ ব্যাপারে সজাগ।